shono
Advertisement

নদীতে ভেসে উঠল ৫০০ এবং ১০০০ টাকার নোট, তাজ্জব জনতা

বুধবার পুলিশ এই বিপুল পরিমাণ ছেঁড়া নোট দু'জায়গা থেকেই উদ্ধার করেছে৷ The post নদীতে ভেসে উঠল ৫০০ এবং ১০০০ টাকার নোট, তাজ্জব জনতা appeared first on Sangbad Pratidin.
Posted: 10:57 PM Nov 17, 2016Updated: 05:27 PM Nov 17, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল হয়ে যাওয়ার পর বহু গচ্ছিত কালোধনের রহস্য ফাঁস হয়েছে৷ দেশের বিভিন্ন প্রান্তে অনাথের মতো পড়ে থাকতে দেখা গিয়েছে বাতিল নোটকে৷ কোথাও গাড়ির ভিতর থেকে উদ্ধার হয়েছে পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোটের মোটা বান্ডিল, তো আবার কখনও বস্তা থেকে মিলেছে প্রচুর পোড়া নোট৷ এমনই ছবি ফের ধরা পড়ল গুয়াহাটিতে৷ গুয়াহাটির দু’টি আলাদা জায়গা থেকে উদ্ধার হয়েছে প্রায় সাড়ে তিন কোটি টাকা৷ যার সব নোটই ছেঁড়া৷

Advertisement

গুয়াহাটির অনিল নগরে ভারালু নদীর তীরে এবং নরেঙ্গি রেল স্টেশনের কাছে একটি নর্দমায় ভাসতে দেখা গিয়েছিল হাজার হাজার বাতিল টাকার ছেঁড়া নোট৷ বুধবার পুলিশ এই বিপুল পরিমাণ ছেঁড়া নোট দু’জায়গা থেকেই উদ্ধার করেছে৷ কে বা কারা এত নোট সেখানে ফেলে গিয়েছে, তা এখনও জানা যায়নি৷ তবে নোটগুলি আদৌ আসল কি না, তাও পরীক্ষা করে দেখা হবে বলে জানানো হয়েছে৷

এর আগে সোমবার গুয়াহাটির চন্দননগর এবং রুক্মিনীগাঁও এলাকা থেকেও বাতিল হয়ে যাওয়া ছেঁড়া নোট উদ্ধার করেছিল পুলিশ৷

The post নদীতে ভেসে উঠল ৫০০ এবং ১০০০ টাকার নোট, তাজ্জব জনতা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement