shono
Advertisement

Breaking News

উসকানিমূলক বার্তা ছড়ানোর অভিযোগ, পাকিস্তানে নিষিদ্ধ হতে পারে টুইটার

ফেসবুকেও জারি নজরদারি৷ The post উসকানিমূলক বার্তা ছড়ানোর অভিযোগ, পাকিস্তানে নিষিদ্ধ হতে পারে টুইটার appeared first on Sangbad Pratidin.
Posted: 01:23 PM Aug 16, 2018Updated: 01:53 PM Aug 16, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টুইটারের উপর কড়া নজদারি পাক প্রশাসনের৷ তথ্য আদানপ্রাদানের ক্ষেত্রে আরও কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে৷ টুইটারে এমন কিছু উসকানিমূলক তথ্য আদানপ্রদান হচ্ছে, যার মাধ্যমে দেশে ছড়াতে পারে অশান্তি৷ কঠোর নজরদারি রাখতে না পারলে, পাকিস্তানে বন্ধ হতে পারে টুইটার৷ পাকিস্তান টেলি কমিউনিকেশন অথরিটিকে চূড়ান্ত হুঁশিয়ারি দেওয়া হয়৷ এর আগে বুধবার ফেসবুকের মতো সোশ্যাল সাইটের ক্ষেত্রে কঠোর নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়৷

Advertisement

[প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল স্কুল, ফিদায়েঁ হানায় রক্তাক্ত কাবুল]

পাকিস্তান টেলি কমিউনিকেশনের পলিসি ও ওয়েব অ্যানালিসিসের ডিরেক্টর জেনারেল নিসার আহমেদ জানান, ‘‘প্রতিদিনই কিছু না কিছু উসকানিমূলক টুইট আদানপ্রদান হয়৷ তবে পাক প্রশাসনের নির্দেশ মতো ওই ধরনের টুইট কড়া হাতে দমন করা হয়৷’’ তবে পাকিস্তান টেলি কমিউনিকেশনের কথায় একমত নয় প্রশাসন৷ প্রশাসনিক কর্তাব্যক্তিদের দাবি, বারবার বলা সত্ত্বেও উসকানিমূলক টুইট আদানপ্রদান হচ্ছে৷ পাকিস্তান টেলি কমিউনিকেশন কর্তৃপক্ষ উসকানিমূলক টুইট আদানপ্রদানে কার্যত ব্যর্থ বলেই দাবি প্রশাসনের৷ পাকিস্তান টেলি কমিউনিকেশন হুঁশিয়ারিতে কর্ণপাত করছে না বলে দাবি সেনেট কমিটির৷ এবারও পাকিস্তান টেলি কমিউনিকেশন উসকানিমূলক টুইট বন্ধে কোনও ব্যবস্থা  নিতে না পারলে, আর্থিক ক্ষতিপূরণও দিতে হতে পারে তাদের৷

[চাপানউতোর মিটিয়ে করমর্দন করবেন পুতিন-কিম, কবে জানেন?]

এর আগেই ইসলামাবাদ হাই কোর্টের তরফেও টুইটারের ক্ষেত্রে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়৷ বলে দেওয়া হয়, সরকারের নির্দেশ না মানতে পারলে, কড়া শাস্তিও হতে পারে পাকিস্তান টেলি কমিউনিকেশনের৷ পাকিস্তানে টুইটার নিষিদ্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়৷ তাতেও হুঁশ ফেরেনি পাকিস্তান টেলি কমিউনিকেশন অথরিটির৷ তাদের সাফাই, ফেসবুকের তুলনায় খুব কম সংখ্যক মানুষ পাকিস্তানে টুইটার ব্যবহার করেন৷ সেক্ষেত্রে পাকিস্তানে টুইটার বন্ধে আর্থিক লোকসান হবে সামান্য৷ টুইটের জন্য দেশে কোনও অশান্তি হলে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে একমত পাকিস্তানের ভাবী প্রধানমন্ত্রী ইমরান খানও৷

The post উসকানিমূলক বার্তা ছড়ানোর অভিযোগ, পাকিস্তানে নিষিদ্ধ হতে পারে টুইটার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement