সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনাস্থা প্রস্তাব নিয়ে বক্তব্য শেষ। জায়গা ছেড়ে উঠে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জড়িয়ে ধরলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তাঁর আগে অবশ্য বেশ কিছুক্ষণ মোদিকে সহবতের পাঠ দিয়েছিলেন, বুঝিয়েছিলেন কংগ্রেসের সহিষ্ণুতা। কেউ বলছেন, রাহুলের এই আচরণ নেহাতই রাজনৈতিক ফায়দা তোলার জন্য আবার কেউ বলছেন না, মোদিকে জড়িয়ে ধরে সত্যিই সাহসিকতার পরিচয় দিয়েছেন কংগ্রেস সভাপতি। উদ্দেশ্য যায় হোক ভারতের সংসদীয় গণতন্ত্রে এ ঘটনা নজিরবিহীন। বিরোধী দলের কোনও নেতা উঠে গিয়ে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার দুঃসাহস করেননি। কিন্তু এই দুঃসাহসের পরিচয় দিয়ে রীতিমতো বিপাকে কংগ্রেস সভাপতি।
[আস্থা ভোটের আগে মোদিকে অল আউট অ্যাটাক রাহুলের, বক্তব্যে বাঁধা বিজেপির]
রাহুলের এই আচরণে রীতিমতো ক্ষুব্ধ স্পিকার সুমিত্রা মহাজন। স্পিকারের দাবি, “রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর পদের অবমাননা করেছেন। সংসদে এভাবে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরা যায়না। রাহুল গান্ধী ঠিক করেননি, তাঁর আচরণে প্রধানমন্ত্রীর পদের অমান্য হয়েছে, তাঁর চেয়ারের অপমান হয়েছে। সংসদে যে চোখের চাউনি কংগ্রেস সভাপতি দেখিয়েছেন তাও অনুচিত। সংসদে প্রত্যেকেরই নির্দিষ্ট নিয়ম মানা উচিত।”, বলে মন্তব্য করেছেন সুমিত্রা মহাজন। শোনা যাচ্ছে, সংসদে দাঁড়িয়ে মিথ্যে কথা বলার অভিযোগে রাহুলের বিরুদ্ধে ‘প্রিভিলেজ অব মোশন’ আনতে পারে বিজেপিও। কংগ্রেসের একাংশ অবশ্য সুমিত্রা মহাজনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করছেন। তাদের অভিযোগ, অসহিষ্ণুতার পরিচয় দিচ্ছেন লোকসভার স্পিকার।
[শাসককে আলিঙ্গন বিরোধীর, গণতন্ত্রের নজিরবিহীন মুহূর্ত উপহার রাহুলের]
এদিকে, সংসদে রাহুলের চোখ মারার দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ আবার রাহুলের চাহনিকে প্রিয়া প্রকাশ ভারিয়েরের সেই বিখ্যাত চোখ মারার দৃশ্যের সঙ্গে তুলনা করছেন। ইতিমধ্যেই বেশ কিছু ‘মিম’ ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। এতে অবশ্য বেশ খুশি প্রিয়া নিজে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়া বলেন, তিনি রাহুলের আচরণে খুশি। এই তুলনা অভিনয় কেরিয়ারের স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।
The post প্রধানমন্ত্রীকে আলিঙ্গন করে শাস্তির মুখে রাহুল গান্ধী appeared first on Sangbad Pratidin.