shono
Advertisement

‘মোদির নেতৃত্বেই ভারতের অর্থনীতি ফুলেফেঁপে উঠেছে’, প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ ব্রিটিশ এমপি

মোদিকে নিয়ে বিবিসির তথ্যচিত্রের মাঝেই শোনা গেল এমন প্রশস্তি।
Posted: 12:16 PM Feb 18, 2023Updated: 12:16 PM Feb 18, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী মোদির (PM Modi) আমলেই প্রভূত উন্নতি করেছে ভারত। এমনটাই জানালেন ব্রিটেনের (UK) এমপি বব ব্ল্যাকম্যান। এভাবেই মোদিকে প্রশস্তিতে ভরিয়ে দিলেন তিনি। প্রধানমন্ত্রীকে নিয়ে বিবিসির তথ্যচিত্র ঘিরে বিতর্কের মধ্যে ব্রিটেনেরই রাজনীতিবিদ প্রশংসায় ভরিয়ে দিলেন তাঁকে। দাবি করলেন, মোদির নেতৃত্বেই বিশ্বের শীর্ষস্থানীয় অর্থনীতির দেশ হয়ে উঠেছে ভারত।

Advertisement

ঠিক কী বলেছেন ব্রিটিশ এমপি? সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্ল্যাকম্যানকে বলতে শোনা যায়, ”অর্থনীতির রূপান্তর ঘটাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত সরকার অসাধারণ কাজ করে চলেছে। তাঁর আমলেই বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি, বলা যায়, বিশ্বের শীর্ষস্থানীয় অর্থনীতি হয়ে উঠেছে ভারত।” সেই সঙ্গেই তাঁর বক্তব্য, ”ভারত যেভাবে বৃহত্তর গণতন্ত্র হয়ে উঠেছে তা উদযাপন করার মতো। যেখানে মানুষের সিদ্ধান্তে সরকার বদলে যায়।”

[আরও পড়ুন: করাচিতে পুলিশের সদর দপ্তরে পাকিস্তানি তালিবানের হামলা! মৃত অন্তত ৪]

এরই পাশাপাশি ভারতের সঙ্গে ‘বন্ধুত্ব’ বজায় রাখার প্রয়োজনীয়তা নিয়েও মুখ খুলেছেন তিনি। ২০১০ সাল থেকে ব্রিটেনের এমপি রয়েছেন ব্ল্যাকম্যান। তাঁর মতে, ”আমাদের মধ্যে যে উন্নত সম্পর্ক রয়েছে তা বজায় রাখতে হবে। তা না হলে ব্রিটেনর ক্ষতি। ক্ষতি ভারতেরও।”

সম্প্রতি বিবিসির তথ্যচিত্র ঘিরে বিতর্ক ঘনিয়েছে। ‘ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চন’- বিবিসি’র (BBC) তৈরি এই ডকুফিচারটি নিয়ে এদেশ তো বটেই, তোলপাড় ব্রিটেনেও। সেই পরিস্থিতিতে ব্রিটিশ এমপির এহেন মোদি-প্রশস্তি তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

[আরও পড়ুন: দিল্লি হত্যাকাণ্ড: লিভ ইন সঙ্গীকে গোপনে বিয়ে সাহিলের, ‘খুনি’ স্বামীর কাছে ফিরতে নারাজ স্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement