সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতির আঁচ এবার এদেশেও। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের গ্রেপ্তারির পর এদেশের নরেন্দ্র মোদিকে টুইটারে খোঁচা দিল কংগ্রেস। কংগ্রেসের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে মোদি এবং নওয়াজের একসঙ্গে একটি ছবি পোস্ট করে কংগ্রেসের তরফে লেখা হল, “দুর্নীতির অভিযোগে আপনার প্রিয় বন্ধু তো গ্রেপ্তার হয়েছে, এটা নিয়েও কিছু বলুন প্রিয় প্রধানমন্ত্রী।”
আসলে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই মোদি-শরিফ সম্পর্ক বিরোধীদের আলোচনার বিষয়বস্তু। পূর্ববর্তী প্রধানমন্ত্রী মনমোহন সিং যেখানে ১০ বছরেও পাকিস্তানের মাটিতে পা রাখেননি মোদি সেখানে ক্ষমতায় আসার পর দ্বিতীয় বছরই পাকিস্তানে গিয়েছিলেন। তাও কোনও কূটনৈতিক আলোচনায় নয়, তৎকালীন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ব্যক্তিগতভাবে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাইছিলেন মোদি। আর সেকারণেই আফগানিস্তান সফর থেকে দেশে না ফিরে ঝটিকা সফরে পাকিস্তান চলে যান প্রধানমন্ত্রী। তারপর থেকেই মোদি-নওয়াজ বন্ধুত্বকে বারবার কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। এমনকি সীমান্তের ওপারে মোদির সঙ্গে ভাল সম্পর্কের জন্য কৈফিয়ত দিতে হয়েছে নওয়াজকেও। দুর্নীতির অভিযোগে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী গ্রেপ্তার হওয়ার পর আবারও সেই পুরনো বন্ধুত্বের তত্ত্ব তুলে মোদিকে খোঁচা দিল কংগ্রেস।
বিজেপিও অবশ্য পিছিয়ে থাকতে রাজি নয়। কংগ্রেসের টুইটের যোগ্য জবাব দিয়েছে গেরুয়া শিবিরও। বিজেপি আবার পালটা খোঁচা দিয়েছে জামিনে মুক্ত কংগ্রেস নেতাদের। পি চিদম্বরম, শশী থারুরদের মতো বর্ষীয়ান কংগ্রেস নেতারা এখন জামিনে মুক্ত। মামলা চলছে খোদ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধেও। কংগ্রেসের পালটা টুইটে এইসব নেতাদেরই কটাক্ষ করেছে বিজেপি। তারা লিখছে, পাকিস্তানের মতো এদেশের সকলেই চাইছে জামিনে মুক্ত নেতারা জেলে বন্দি হোক।
The post বন্ধু তো গ্রেপ্তার হয়ে গেল! নওয়াজ শরিফ প্রসঙ্গে মোদিকে তোপ কংগ্রেসের appeared first on Sangbad Pratidin.