shono
Advertisement

দুষ্কৃতীর তাণ্ডব ফ্রান্সের পার্কে, একের পর এক শিশু ছুরিবিদ্ধ! ছড়াল আতঙ্ক

২টি শিশুর শারীরিক অবস্থা সংকটজনক বলে জানা যাচ্ছে।
Posted: 05:05 PM Jun 08, 2023Updated: 05:06 PM Jun 08, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছুরিবাজের হামলায় রক্তাক্ত হল ফ্রান্সের আল্পাইন টাউন। আক্রান্তদের অধিকাংশই শিশু। রয়েছেন অন্তত একজন প্রাপ্তবয়স্কও। আহতদের অনেকেরই প্রাণ সংশয় রয়েছে বলে জানা যাচ্ছে। হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কেন সে হামলা চালিয়েছিল তা অবশ্য এখনও জানা যায়নি।

Advertisement

ঠিক কী হয়েছিল? পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ফ্রান্সের (France) আল্পসের শহরটিতে ছোটদের এক পার্কে আচমকাই হামলায় চালায় ওই আততায়ী। পরপর শিশুদের ছুরিবিদ্ধ করতে থাকে সে। প্রশাসনের সঙ্গে যুক্ত নামপ্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির দাবি, সব মিলিয়ে ৪টি শিশু আক্রান্ত হয়েছে। ছুরির কোপে ঘায়েল হয়েছেন দু’জন প্রাপ্তবয়স্কও। আহত শিশুদের মধ্যে অন্তত দু’জনের শারীরিক অবস্থা সংকটজনক বলে জানা যাচ্ছে।

[আরও পড়ুন: ক্রিকেট খেলা নিয়ে বচসায় মাথায় ব্যাটের বাড়ি, তেরোর কিশোরের হাতে খুন ১২ বছরের কিশোর!]

একজন প্রাপ্তবয়স্কও লড়ছেন মৃত্যুর সঙ্গে। আহতদের দেখতে যাওয়ার কথা ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নের। এদিকে এদিন সেদেশের জাতীয় পার্লামেন্টের অধিবেশন শুরুর আগে এক মিনিটের জন্য নীরবতা পালন করেন সদস্যরা। প্রসঙ্গত, আমেরিকার মতো ফ্রান্সেও বন্দুকবাজ বা ছুরিবাজের হামলা নতুন নয়। বারংবারই এভাবে সাধারণ মানুষের উপরে হামলার ঘটনার সাক্ষী হয়েছেন ফ্রান্সের সাধারণ মানুষ।

[আরও পড়ুন: কেরলে ঢুকল বর্ষা, আরব সাগরে ঘনীভূত ‘বিপর্যয়’, বাংলার ভাগ্যে কী?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement