Advertisement
কেন পালিত হয় বিশ্ব বাইসাইকেল দিবস? জেনে নিন সাইক্লিংয়ের উপকারিতা
সাইকেল পরিবেশ বান্ধব পরিবহন মাধ্যম বলে মত বিশেষজ্ঞদের।
আজ ৩ জুন, বিশ্ব বাইসাইকেল দিবস। ২০১৮ সালে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ আনুষ্ঠানিকভাবে ৩ জুনকে বিশ্ব বাইসাইকেল দিবস হিসেবে ঘোষণা করে। সাইক্লিংয়ের একাধিক গুরুত্ব রয়েছে। প্রথমত, সাইকেল চালালে শরীর ভালো থাকে। ঠিক তেমনই জ্বালানি খরচ না থাকায় পরিবহণ খরচ অনেক কম হয়।
মার্কিন সমাজবিজ্ঞানী এবং অধ্যাপক লেসজেক সিবিলস্কি ২০১৫ সালে পরিবেশবান্ধব পরিবহনের মাধ্যম হিসেবে সাইকেল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য একটি প্রচার শুরু করেছিলেন।
এই উদ্যোগটি প্রথমে তুর্কমেনিস্তান সমর্থন করে এবং পরে বিশ্বের অন্য ৫৬টি দেশ সমর্থন করে। তারপর থেকে প্রতি বছর বিশ্বজুড়ে এই বিশেষ দিনটিকে পালন করা হয়।
সাইক্লিংয়ের একাধিক উপকারিতা রয়েছে। সাইকেল চালালে একদিকে যেমন হৃদরোগের ঝুঁকি কমে। মানসিক চাপ দূর হয়। ঠিক তেমনই ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে সাইকেলিং। হাড়কে শক্তিশালী করতেও সাহায্য করে।
Published By: Gopi Krishna SamantaPosted: 01:32 PM Jun 03, 2025Updated: 04:17 PM Jun 03, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
