shono
Advertisement

প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল স্কুল, ফিদায়েঁ হানায় রক্তাক্ত কাবুল

লাফিয়ে লাফিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা৷ The post প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল স্কুল, ফিদায়েঁ হানায় রক্তাক্ত কাবুল appeared first on Sangbad Pratidin.
Posted: 09:10 PM Aug 15, 2018Updated: 09:40 PM Aug 15, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেনাঘাঁটির পর এবার স্কুল৷ ফের রক্তাক্ত আফগানিস্তান৷ কাবুলে ফিদায়েঁ হামলায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছে স্কুলের ৪৮ জন, গুরুতর জখম ৬৭৷  মৃতদের মধ্যে বেশিরভাগই স্কুল পড়ুয়া৷ হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা৷ এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি গোষ্ঠী৷ অনুমান, ঘটনার পিছনে আফগান তালিবান জঙ্গিগোষ্ঠীর যোগ থাকতে পারে৷

Advertisement

[চাপানউতোর মিটিয়ে করমর্দন করবেন পুতিন-কিম, কবে জানেন?]

জানা গিয়েছে, বুধবার বিকাল চারটা নাগাদ প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুলের দাশত-ই-বরছি এলাকা৷ মাওদ এডুকেশনাল অ্যাকাডেমিতে বিস্ফোরণ ঘটায় এক আত্মঘাতী জঙ্গি৷ কিছু বুঝে ওঠা আগেই মাটিতে লুটিয়ে পড়তে দেখা যায় স্কলের শিক্ষক, কর্মী ও পড়ুয়ারা৷ মুহূর্তের মধ্যে রক্তে ভেসে যায় চারপাশ৷ সূত্রের খবর, তখন আনুমানিক একশোর উপরে পড়ুয়া ওই স্কুলে হাজির ছিল৷ ঘটনার পরেই এলাকা ঘিরে ফেলে পুলিশ ও সেনা৷ জখমদের উদ্ধার করে ভরতি করা হয় হাসপাতালে৷ উদ্ধার করা হয় মৃতদেহগুলি৷ এখনও পর্যন্ত ঘটনার দায় স্বীকার করেনি কোনও জঙ্গিগোষ্ঠী৷ প্রশাসনিক অধিকারিকদের অনুমান, ঘটনার সঙ্গে যোগ থাকতে পারে আফগান তালিবানের৷

[রাষ্ট্রসংঘের চরম সতর্কতা, ভারতে নাশকতা চালাতে বদ্ধপরিকর আল-কায়দা]

প্রসঙ্গত, মঙ্গলবারই তালিবান হানায় রক্তাক্ত হয় আফগান সেনাঘাঁটি। উত্তর আফগানিস্তানের একটি সেনাঘাঁটিতে ভয়াবহ হামলা চালায় জঙ্গিরা। ঘটনায় প্রাণ হারায় ‘আফগান ন্যাশনাল আর্মি’-র ১০ জন সৈনিক, আহত বহু। সেনা ঘাঁটির একটি অংশের দখল নিয়েছে জঙ্গিরা৷ আফগান প্রশাসন সূত্রে খবর, রবিবার থেকেই চেনাইহা আর্মি বেস দখল করার উদ্দেশ্যে হামলা চালাতে শুরু করে তালিবান জঙ্গিরা। তারপর থেকেই সেনা ও জঙ্গিদের মধ্যে চলছে ভয়াবহ লড়াই। সেনা ঘাঁটিটি যেহেতু জঙ্গি কবলিত ফরয়াব প্রদেশে অবস্থিত। তাই লাগাতার হামলার মুখে পড়ে সরকারি বাহিনী।

The post প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল স্কুল, ফিদায়েঁ হানায় রক্তাক্ত কাবুল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement