shono
Advertisement

‘বোরখা পরব না’, তালিবানি ফতোয়া উড়িয়ে নির্ভীক আফগান নারীরা! ‘কলরব’ সোশ্যাল মিডিয়ায়

ঐতিহ্যবাহী আফগান পোশাক পরেই তালিবানের বিরুদ্ধে প্রতিবাদ শুরু।
Posted: 01:04 PM Sep 14, 2021Updated: 03:02 PM Sep 14, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হ্যাশট্যাগ আফগানকালচার। হ্যাশট্যাগ ডোন্টটাচমাইক্লোথস। হ্যাশট্যাগ আফগানউইমেন।

Advertisement

রাস্তায় নেমে নয়। বন্দুকের নলের সামনে দাঁড়িয়েও নয়। এবার ‘কলরব’ সোশাল মিডিয়ায়। বোরখার আড়াল ভেঙে তালিবানকে (Taliban) পালটা বার্তা আফগান (Afghanistan) মহিলাদের। ক্ষমতায় এসেই তালিবানি ঘোষণা করেছিল, শরীর ঢাকতে বোরখা পরতে হবে আফগান মহিলাদের। এবং শরিয়ত আইন মেনে তাঁদের যোগ দিতে হবে সরকারি দপ্তরে। তারই প্রতিবাদে সোমবার বোরখার আড়াল ভাঙলেন বাহার জালালি, শিবগাত উল্লাহ, তামিনা আজিজের মতো মহিলারা। চিরাচরিত আফগান পোশাক পরে নিজেদের টুইটার হ্যান্ডলে পোস্ট করলেন সেই ছবি। যা কয়েক সেকেন্ডের মধ্যে ভাইরাল।

[আরও পড়ুন: Taliban Terror: আফগানিস্তানে নবগঠিত তালিবান সরকারকে স্বীকৃতি দিতে তোড়জোড় শুরু দিল্লির]

তারা বদলে গিয়েছে। আফগানিস্তান পুনর্দখলের পর বারবার এই দাবি তালিবানের। কিন্তু এখনও পর্যন্ত তাদের বদলের কোনও ছবি দেখেনি আফগানিস্তান। উলটে সেই পুরনো মুখ বারবার ভেসে উঠছে।  বিশেষ করে, মহিলাদের নিয়ে তালিবানের ভোলবদলে অতিষ্ঠ আন্তর্জাতিক দুনিয়াও। এবার পালটা বার্তা দেওয়ার সময় এসেছে। তাই এদিন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন এই আফগান মহিলারা। তাঁরা বোঝানোর চেষ্টা করলেন, ২০ বছরে বদলে গিয়েছে আফগানিস্তানের নারীসমাজ। তাই, শরীর ঢাকতে আর বোরখা লাগে না। সাধারণ ঐতিহ্যবাহী পোশাকই যথেষ্ট।

বোরখা ছেড়ে তালিবানকে সেটাই বোঝালেন আফগান নারীরা। তবে এ বার ভিন্নভাবে। ঐতিহ্যবাহী আফগান পোশাকে নিজেদের সাজিয়ে ক্যামেরার সামনে দাঁড়ালেন। তার পর নিজেদের সেই সব ছবি তুলে পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। সেই ছবির বিবরণে হ্যাশট্যাগে লিখে দিলেন তালিবানের দিকে একটি সতর্কবার্তা, ‘আমার পোশাকে হাত দিও না’। সেই সব ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। 

[আরও পড়ুন: আফগানিস্তানে ফেলে আসা মার্কিন হাতিয়ারের প্রযুক্তি চুরি করছে চিন-রাশিয়া, দাবি ট্রাম্পের]

সেই সব ছবিতে দেখা যাচ্ছে গোড়ালি ঢাকা পোশাক পরেছেন তাঁরা। জামার হাতাও কবজি ঢেকেছে। পোশাক রঙিন। সঙ্গে থাকা রঙিন ওড়না কেউ আলগাভাবে মাথায় দিয়েছেন। ঐতিহ্যবাহী ওই পোশাকে মুখ না ঢেকেই ছবি তুলেছেন আফগান মহিলারা। ধূসর বা কালো বোরখার বদলে তাঁরা বেছে নিয়েছেন রং। কারণ, তাঁরা তালিবানকে বিশ্বাস করেন না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement