shono
Advertisement
Lalit Modi

'সুন্দর দেশ', পাসপোর্ট বাতিলের নির্দেশের পর ভানুয়াতুর প্রশংসায় ললিত

পাসপোর্ট বাতিলের নির্দেশ দেওয়ার পরেও ললিতের পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে।
Published By: Amit Kumar DasPosted: 01:36 PM Mar 11, 2025Updated: 01:36 PM Mar 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএলের প্রাক্তন চেয়ারম‌্যান ললিত মোদি সোমবার ভানুয়াতু থেকে ছবি শেয়ার করেছেন। লিখেছেন, ‘ভানুয়াতু একটি সুন্দর দেশ। আপনাকে অবশ্যই আপনার বাকেট লিস্টে রাখতে হবে। সমস্ত দূষণ এবং শব্দ থেকে দূরে। সত্যিকারের স্বর্গীয় দেশ।’ দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর প্রধানমন্ত্রী জোথাম নাপাত ললিতের পাসপোর্ট বাতিলের নির্দেশ দেওয়ার পরেও ললিত এক্স হ্যান্ডলে এই ছবি পোস্ট করেছেন, যা নিয়ে ঘনিয়েছে বিতর্ক।

Advertisement

কিছুদিন আগেই ললিত মোদি দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর নাগরিকত্ব পেয়েছেন বলে শোনা গিয়েছিল। ২০১০ সালে ভারত ছেড়ে চলে যাওয়ার পর তিনি লন্ডনেও বেশ কিছুদিন বসবাস করেন। ললিত মোদির বিরুদ্ধে আইপিএল নিলামে জালিয়াতি, অর্থ পাচার এবং ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (ফেমা) লঙ্ঘনের অভিযোগ রয়েছে। ২০১০ সালে তিনি গোপনে ভারত ত্যাগ করেন। পরে তিনি ভানুয়াতুতে রয়েছেন বলেও জানা যায়।

কিন্তু সাম্প্রতিককালে ভানুয়াতু প্রজাতন্ত্রের একটি সরকারি মিডিয়া বিবৃতিতে প্রধানমন্ত্রীর বয়ানে বলা হয়, ‘আন্তর্জাতিক মিডিয়ায় সাম্প্রতিক প্রকাশের পরে আমি ললিত মোদিকে ইস্যু করা ভানুয়াতু পাসপোর্ট বাতিল করার জন্য নাগরিকত্ব কমিশনকে নির্দেশ দিয়েছি।’ বিবৃতিতে বলা হয়েছে, ‘ইন্টারপোলের আবেদনের সময় নেওয়া সমস্ত স্ট্যান্ডার্ড ব্যাকগ্রাউন্ড চেক করার সময় কোনও অপরাধমূলক দোষী সাব্যস্ত হয়েছেন এমন কিছু পাওয়া যায়নি, তবে গত ২৪ ঘণ্টায় আমি জানতে পেরেছি যে ইন্টারপোল দু’বার ললিত মোদির বিষয়ে সতর্কতা নোটিশ জারি করার অনুরোধ প্রত্যাখ্যান করেছে।’

প্রাক্তন আইপিএল চেয়ারম‌্যানের দাবি ‘আমি একা হাতে যে কাজটি করেছি তা হল আইপিএল নামে একটি বিশ্বব্যাপী প্রিয় পণ্য তৈরি করা।’ ভানুয়াতু থেকে নিজের ছবি পোস্ট করে সেই দেশ এবং তাঁর বিরুদ্ধে প্রত‌্যর্পণের দাবিকেই কার্যত চ‌্যালেঞ্জ করলেন ললিত মোদি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভানুয়াতু থেকে সোশাল মিডিয়ায় ছবি শেয়ার ললিত মোদির।
  • সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘ভানুয়াতু একটি সুন্দর দেশ।
  • পাসপোর্ট বাতিলের নির্দেশ দেওয়ার পরেও ললিতের পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে।
Advertisement