সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা আমেরিকার আকাশে। রোগীদের নিয়ে যাওয়া একটি বিমান অ্যাম্বুল্যান্স ভেঙে পড়ল ভরা লোকালয়ে। বিমানটি ভেঙে পড়ার পরে দাউদাউ করে আগুন ধরে যায় গোটা এলাকায়। ভয়াবহ দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও উদ্বেগ প্রকাশ করেছেন ঘটনায়। তবে হতাহতের সংখ্যা উল্লেখ করেননি তিনি।

মার্কিন সংবাদসংস্থা এএফপি সূত্রে খবর, ফিলাডেলফিয়ার ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে। ভেঙে পড়া এয়ার অ্যাম্বুল্যান্সটিতে নিয়ে যাওয়া হচ্ছিল গুরুতর অসুস্থ এক শিশুকে। সঙ্গে আরও পাঁচজন যাত্রী ছিলেন। স্থানীয় সময় বিকেল ৬টা ৬ মিনিটে বিমানবন্দর থেকে টেক অফ করে ওই বিমানটি। কিন্তু ৩০ সেকেন্ড পরেই আচমকা রাডার থেকে বিমানটির অস্তিত্ব হারিয়ে যায়। শেষ পাওয়া খবর অনুযায়ী, ১৬০০ ফুট উঁচুতে উঠেছিল বিমানটি।
তারপরেই জানা যায়, ফিলাডেলফিয়া বিমানবন্দর থেকে ৪.৮ কিলোমিটার দূরে ঘনবসতিপূর্ণ এলাকায় বিমানটি ভেঙে পড়েছে। বিমানটি ভেঙে পড়তেই বিরাট বিস্ফোরণ ঘটে ওই এলাকায়। তার জেরে আগুন ধরে যায় আশেপাশের একাধিক বাড়িতে। এক প্রত্যক্ষদর্শীর কথায়, "হঠাৎ প্রচণ্ড জোরে আওয়াজ হল, ভাবলাম জঙ্গি হামলা হচ্ছে কিনা। বিস্ফোরণে আমার বাড়িটাও কেঁপে উঠেছিল।" সোশাল মিডিয়ায় সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়েছে।
কিন্তু গোটা ঘটনায় কতজনের মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি। বিমান ভেঙে পড়ার খবর জানিয়েছে ফিলাডেলফিয়ার বিপর্যয় মোকাবিলা দপ্তর। উড়ান সংস্থাটির তরফেও হতাহতের সংখ্যা জানানো হয়নি। তবে বিমানে থাকা প্রত্যেকের মৃত্যু হয়েছে বলেই আশঙ্কা প্রকাশ করা হয়েছে তাদের তরফে। নিজস্ব সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে ট্রাম্প লিখেছেন, "বহু নিষ্পাপ মানুষকে আমরা হারালাম। তবে আমাদের কর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন।" উল্লেখ্য, বৃহস্পতিবারই মার্কিন সেনার কপ্টারের সঙ্গে বিমানের সংঘর্ষে ৬৭ জনের মৃত্যু হয়েছিল। মাত্র একদিনের মধ্যে ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা মার্কিন মুলুকে।