সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে গ্রেপ্তার মেহুল চোকসি। সূত্রের খবর, ভারতের তরফে অনুরোধের পরেই পলাতক হিরে ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বেলজিয়াম। শনিবার তাঁকে গ্রেপ্তার করে জেলে রাখা রয়েছে বলে খবর। তবে সরকারিভাবে এই বিষয়টি এখনও পর্যন্ত নিশ্চিত করা হয়নি। তবে সিবিআই সূত্রে জানা গিয়েছে, মেহুল চোকসিকে জেলে রাখা হয়েছে আপাতত।

দিনকয়েক আগে জানা যায়, স্ত্রী প্রীতির সঙ্গে বেলজিয়ামে রয়েছেন মেহুল। তারপরেই পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণের জন্য কোমর বেঁধে নামে ভারত। শনিবার অবশেষে গ্রেপ্তার করা হয় ঋণখেলাপি হিরে ব্যবসায়ীকে। ২০১৮ এবং ২০২১ সালে মুম্বই আদালতের দুটি গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করেছে বেলজিয়ামের পুলিশ। আপাতত তিনি জেলে রয়েছেন। তবে খুব তাড়াতাড়ি জামিনের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হবেন মেহুল, এমনটাই অনুমান করা যাচ্ছে। ৬৫ বছর বয়সি মেহুলের একাধিক শারীরিক সমস্যা রয়েছে। তার ভিত্তিতেই জামিন চাইতে পারেন তিনি।
উল্লেখ্য, ২০১৮ সালে গুজরাটের হিরে ব্যবসায়ী মেহুল চোকসির বিরুদ্ধে বিরাট অঙ্কের আর্থিক কেলেঙ্কারি ধরা পড়ার পরই তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। অ্যান্টিগা, বারবুডা, ডমিনিকায় পালিয়ে বেড়িয়েছেন। যদিও সেখানকার প্রশাসনের দাবি, চিকিৎসার জন্য সে দেশে গেলেও পরে মেহুল চোকসি দেশ ছেড়ে চলে গিয়েছেন। ২০২১ সালে ডমিনিকা থেকে কিউবা পালানোর সময় একবার ধরা পড়েছিলেন তিনি। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন মেহুল চোকসি।
অবশেষে গত মাসে বেলজিয়াম সরকারের তরফে স্বীকার করা হয়, মেহুল চোকসি সেদেশেই রয়েছেন। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে সেদিকে নজর রাখা হচ্ছে বলেও জানায় তারা। শোনা যায়, চোকসির প্রত্যর্পণের জন্য বেলজিয়াম সরকারের কাছে অনুরোধও জানাবে ভারত। উল্লেখ্য, গত সপ্তাহেই ২৬/১১ হামলার মূল চক্রী তাহাউর রানার প্রত্যর্পণ সম্পন্ন করেছে ভারত। এবার কি দেশে ফেরানো যাবে ঋণখেলাপি মেহুল চোকসিকেও?