shono
Advertisement
Reciprocal tariffs

নয়াদিল্লিকে 'এপ্রিল ফুল' ট্রাম্পের! ভারতের উপরে শুল্ক-কাঁটা চাপাল আমেরিকা

ভারতের পাশাপাশি চিন ও বহু দেশের উপরই চাপানো হল পারস্পরিক শুল্ক।
Published By: Biswadip DeyPosted: 09:39 AM Mar 05, 2025Updated: 09:39 AM Mar 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি আগেই বলেছিলেন, যে সব দেশ মার্কিন পণ্যের উপর শুল্ক আরোপ করবে, সেই দেশের পণ্যের উপরেও পালটা কর চাপাবে আমেরিকা। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন আগামী ২ এপ্রিল থেকে ভারত, চিন-সহ বহু দেশের উপরই পারস্পরিক শুল্ক চাপাবে আমেরিকা। তাঁর কথায়, ''অন্যান্য দেশ আমাদের উপর যে শুল্ক আরোপ করবে, আমরাও তাদের উপর সেই শুল্ক আরোপ করব।''

Advertisement

মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় ট্রাম্পকে বলতে শোনা গিয়েছে, ''অন্য দেশরা আমাদের উপরে শুল্ক চাপিয়ে আসছে দশকের পর দশক ধরে। এবার আমাদের পালা ওই সব দেশের বিরুদ্ধে সেটাই ব্যবহার করার। গড় হিসেবে ইউরোপীয় ইউনিয়ন, চিন, ভারত, ব্রাজিল ও আরও অসংখ্য দেশই আমাদের উপরে বিরাট শুল্ক চাপিয়ে দেয়, আমরা যতটা চাপাই তার তুলনায়। এটা অন্যায়। ভারত আমাদের উপরে ১০০ শতাংশ শুল্ক চাপায়। আমেরিকার ক্ষেত্রে বিষয়টা ঠিক নেই, কোনওদিন ছিলও না।''

এরপরই তাঁর ঘোষণা, ''২ এপ্রিল থেকে পারস্পরিক শুল্ক নীতি চালু করব। যা আমাদের উপরে চাপিয়ে দেবে অন্য দেশগুলি আমরাও সেই শুল্ক ওদের থেকে নেব। ওরা যদি আর্থিক শুল্কের বদলে অন্য কোনও রকম বাধা তৈরি করে, আমরাও তাই করব। আমাদের বাজার থেকে দূরে রাখব ওদের।'' এরই পাশাপাশি তাঁর কটাক্ষ, ''আমি যদিও চেয়েছিলাম ১ এপ্রিল থেকেই এটা কার্যকর করা হোক। কিন্তু পরে মনে হল, কেউ এই অভিযোগ করতে পারে যে আমি এপ্রিল ফুলের দিন এটা করলাম।''

ট্রাম্প যে এমন কিছু করবেন তা পরিষ্কার হয়ে গিয়েছিল গত মাসেই। দুদিনের মার্কিন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠকের ঠিক আগেই শুল্ক নিয়ে বড় ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে দেন, ভারতের মতো বহু দেশের উপরই পারস্পরিক শুল্ক চাপাবে আমেরিকা। খোঁচা দিয়ে বলেছিলেন, ''আমেরিকার মিত্ররা প্রায়শই শত্রুর চেয়েও খারাপ।'' এবার সেই পদক্ষেপ করেই ফেললেন ট্রাম্প।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন আগামী ২ এপ্রিল থেকে ভারত, চিন-সহ বহু দেশের উপরই পারস্পরিক শুল্ক চাপাবে আমেরিকা।
  • তাঁর কথায়, ''অন্যান্য দেশ আমাদের উপর যে শুল্ক আরোপ করবে, আমরাও তাদের উপর সেই শুল্ক আরোপ করব।''
  • ট্রাম্প যে এমন কিছু করবেন তা পরিষ্কার হয়ে গিয়েছিল গত মাসেই।
Advertisement