shono
Advertisement

স্বাধীনতা দিবসের আগেই বন্দুকবাজের হানা আমেরিকায়, মৃত অন্তত ৪, আহত বহু

চলতি বছরেই ২৬ বার বন্দুকবাজের হামলায় প্রাণ হারিয়েছেন আমেরিকাবাসী।
Posted: 09:22 AM Jul 04, 2023Updated: 09:22 AM Jul 04, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন (US Shooting) মুলুকে অব্যাহত বন্দুকবাজের হানা। শনিবারের পর সোমবার ফের রক্ত ঝরল আমেরিকায় (USA)। ফিলাডেলফিয়ায় (Philadelphia) বন্দুকবাজের হামলায় মৃত্যু হল ৪ জনের। জখম হয়েছেন অন্তত ৮ জন। স্বাধীনতা দিবসের ঠিক আগের দিনই এমন হামলায় আবারও প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে। প্রসঙ্গত, শনিবারেই একটি পার্টি চলাকালীন বন্দুকবাজের গুলিতে দু’জনের মৃত্যু হয়েছিল। প্রায় ৩০ জনের আহত হওয়ার খবর মিলেছিল।

Advertisement

জানা গিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত সাড়ে আটটা নাগাদ জনবহুল রাস্তায় এলোপাথাড়ি গুলি চলতে থাকে। পুলিশ সূত্রে খবর, যুদ্ধে ব্যবহৃত বর্ম পরে রাইফেল নিয়ে এসেছিল বন্দুকবাজ। তবে হামলা চালিয়েই পালিয়ে যায় সে। স্থানীয় সূত্রে খবর মিলেছে, ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৮ জন। যদিও পুলিশ সূত্রে সরকারিভাবে হতাহতের সংখ্যা প্রকাশ করা হয়নি। 

[আরও পড়ুন: আমেরিকায় ভারতীয় দূতাবাস জ্বালিয়ে দিল খলিস্তানিরা, নিশানায় কূটনীতিবিদরা]

সংবাদসংস্থা রয়টার্স মারফত জানা গিয়েছে, এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি রাইফেল ও হ্যান্ডগানও উদ্ধার হয়েছে। গুলি লেগে দু’জন শিশু আহত হয়েছে বলেও জানা গিয়েছে। তবে মৃতদের মধ্যে সকলেই প্রাপ্তবয়স্ক বলেই অনুমান। প্রসঙ্গত, মঙ্গলবারই স্বাধীনতা দিবস উদযাপন করবে গোটা আমেরিকা। তার ঠিক আগের দিনই এমন মর্মান্তিক ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, নিয়ম থাকলেও সাধারণ মানুষের নিরাপত্তা একেবারেই নেই।

গত শনিবারই বাল্টিমোরে একটি পার্টি চলাকালীন মৃত্যু হয়েছিল ২ জনের। আহত ২৯ জনের মধ্যে অধিকাংশই শিশু। পরিসংখ্যান বলছে, চলতি বছরেই ২৬বার বন্দুকবাজের হামলায় প্রাণ হারিয়েছেন সাধারণ মানুষ। প্রত্যেক ক্ষেত্রেই মৃতের সংখ্যা চার বা তার বেশি। বন্দুক আইন সংশোধন করেও কেন বন্দুকবাজের হামলার ঘটনায় রাশ টানা যাচ্ছে না, তা নিয়ে লাগাতার প্রশ্নের মুখে মার্কিন প্রশাসন।

[আরও পড়ুন: ‘মুসলিমবিদ্বেষী আচরণ মেনে নেওয়া হবে না’, কোরান পোড়ানোর তীব্র নিন্দা সুইডেনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement