shono
Advertisement
Donald Trump

ট্রাম্পের 'আদেশ', তৃতীয় লিঙ্গের নাগরিকদের পাসপোর্ট আটকে দিল মার্কিন প্রশাসন!

সূত্রের খবর, মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও এ বিষয়ে কড়া নীতির কথা জানিয়েছেন।
Published By: Sucheta SenguptaPosted: 11:08 PM Jan 24, 2025Updated: 11:34 PM Jan 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন মসনদে দ্বিতীয়বার ফিরেই 'তুঘলকি' চাল দেখাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। নানা ক্ষেত্রে একাধিক নিষেধাজ্ঞায় ইতিমধ্যেই আতঙ্কিত মানুষজন। এবার তাঁর আদেশে পাসপোর্ট নিয়ে বড়সড় বাধার মুখে পড়তে চলেছে মার্কিন প্রবাসী তৃতীয় লিঙ্গের নাগরিকরা। শুধু তাই-ই নয়, যাঁরা রূপান্তরকামী বা রূপান্তরিত, তাঁদের ক্ষেত্রেও জারি হচ্ছে নিষেধাজ্ঞা। মার্কিন বিদেশ দপ্তর সূত্রে জানা গিয়েছে, তৃতীয় নয়, শুধুমাত্র স্ত্রী ও পুরুষ - এই দুটি লিঙ্গই উল্লেখ থাকবে পাসপোর্টে। তৃতীয় লিঙ্গের কোনও নাগরিকের পাসপোর্টের আবেদন গৃহীত হবে না। পাসপোর্টের লিঙ্গ বদল করতে চাইলেও তা খারিজ করে দেওয়া হবে। এক সংবাদমাধ্যম সূত্রে অন্দরের খবর এমনই। যাতে রীতিমতো চিন্তার ভাঁজ আমেরিকায় বসবাসকারীর তৃতীয় লিঙ্গ, রূপান্তরকামী, রূপান্তরিত নাগরিকদের কপালে।

Advertisement

বৃহস্পতিবার মার্কিন প্রশাসনের আভ্যন্তরীণ রিপোর্টের উপর ভিত্তি করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে 'দ্য গার্ডিয়ান' পত্রিকা। তাতে পাসপোর্ট সংক্রান্ত নয়া নীতির কথা উল্লেখ রয়েছে। জানা যাচ্ছে, মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও এ বিষয়ে ট্রাম্প প্রশাসনের কড়া অবস্থানের কথা বলেছেন। তাঁর কথায়, ''আমেরিকার নীতি অনুযায়ী, কোনও নাগরিকের লিঙ্গ পরিবর্তনযোগ্য নয়।'' যে কোনও পরিচয়পত্রে নাগরিকদের নির্দিষ্ট পুরুষ বা স্ত্রী লিঙ্গের কথাই উল্লেখ করতে হবে, X লেখা যাবে না। শোনা গিয়েছে, রুবিও এনিয়ে বিভাগীয় আধিকারিকদের একেবারে কড়া নির্দেশ দিয়েছেন। যার জেরে তৃতীয় লিঙ্গের নাগরিকদের পাসপোর্টে লিঙ্গ সংক্রান্ত যে কোনও বদলের আবেদন গ্রাহ্য করা হবে না।

সূত্রের খবর, পাসপোর্টে X লিঙ্গ উল্লেখকারী কোনও নাগরিকের আবেদনের ভিত্তিতে কাজ করা যাবে না এবং কেউ লিঙ্গ বদলের আবেদন করলে তা বাতিল করতে হবে - বিদেশ দপ্তরের আধিকারিকদের কাছে এই মর্মে নির্দেশ পৌঁছেছে ইতিমধ্যে। নির্দেশে আরও উল্লেখ, কোনও নাগরিকের পরিচয় একমাত্র নারী অথবা পুরুষ হিসেবেই নথিভুক্ত থাকবে সরকারি নথিতে। ইচ্ছেমতো লিঙ্গ পরিবর্তনের ক্ষেত্রে নথিভুক্তিকরণ সমাজে নারী-পুরুষের হিসেবে বিঘ্ন ঘটাতে পারে। 

উল্লেখ্য, ২০২২ সাল থেকে আমেরিকায় তৃতীয় লিঙ্গের নাগরিকদের পাসপোর্টে X লিঙ্গ উল্লেখ করার অনুমতি মেলে। সেই বছর থেকে নতুন লিঙ্গ পরিচয় সংক্রান্ত পাসপোর্ট দেওয়াও শুরু হয়। তখন ছিল ডেমোক্র্যাট জো বাইডেনের আমল। কিন্তু ২০২৫ সালে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প কুরসিতে বসার পর থেকেই বাইডেন জমানার বহু নিয়মে বদল ঘটিয়েছেন। পাসপোর্টে লিঙ্গ পরিচয়ে X উল্লেখে বাধা দেওয়ার নিয়মটিও এবার সংযোজন হল তাতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মসনদে বসে ট্রাম্পের আরও এক নিষেধাজ্ঞা!
  • তৃতীয় নয়, শুধুমাত্র স্ত্রী ও পুরুষ - এই দুটি লিঙ্গই উল্লেখ থাকবে মার্কিন নাগরিকদের পাসপোর্টে।
  • এই মর্মে নির্দেশিকা জারি করেছেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও।
Advertisement